করোনাভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রামে আনোয়ারায় ১টি শপিং কমপ্লেক্সের ১শ ৫টি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষ।
শনিবার(৯মে) দুপুরে আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদের সঙ্গে বৈঠক শেষে উপজেলার হাজী ইমাম শপিং কমপ্লেক্সের (জামাল মার্কেট) দোকান মালিক পক্ষের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই সাথে হাজী ইমাম শপিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী হাজী জামাল উদ্দিন সওদাগর দোকান মালিকদের দুইমাসের ভাড়া মওকুফের ঘোষণা দেন।
এই প্রসঙ্গে হাজী ইমাম শপিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী হাজী জামাল উদ্দিন সওদাগর বলেন, করোনাভাইরাস উদ্বেগজনক হারে বিস্তারের কারণে ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ব্যবসায়ীসহ সর্বসম্মতক্রমে শপিংমলের ১শত ৫টি দোকান ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে সাথে মার্কেটের ছোট বড় ব্যবসায়ীদের দুই মাসের ভাড়া মওকুফ করে দেওয়া হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনর্চাজ দুলাল মাহমুদ বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা থাকলেও দেশের করোনা পরিস্থিতির কারণে ঈদের শপিং এ ক্রেতা সমাগমের ভিড়ের কথাও চিন্তা করে হাজী ইমাম শপিং কমপ্লেক্সের দোকান মালিকপক্ষের সাথে বৈঠক করা হয়। বৈঠকে আগামী ঈদ পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। এবং শপিং মলের স্বত্বাধিকারী হাজী ইমাম দোকানীদের দুই মাসের ভাড়া মওকুফের ঘোষণাও দেন বৈঠকে।
তিনি আরো বলেন, উপজেলায় সরকারি ঘোষনা অনুযায়ী যে সব হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল খোলবে, তাঁরা সকাল ১০টায় খুলবে এবং বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে। সেই সঙ্গে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। না হলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন ওসি।
আনন্দবাজার/এফআইবি