করোনাভাইরাসের এই মহামারীর মধ্যেই বাবা হলেন চলচ্চিত্রাভিনেতা শিমুল খান। কন্যাসন্তানের জন্ম দেন শিমুল খানের স্ত্রী শেখ সুস্মিতা খান। নতুন অতিথির ডাকনাম অথবা। পুরো নাম রাখা হয়েছে শেখ এ্যালিনা রহমান খান অথবা।
শিমুল খানের ফুটফুটে কন্যার এই সুন্দর নাম দিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। শিমুল খানের প্রথম সন্তান অথবা।
শিমুল খান জানান, অথবার জন্মের কিছুক্ষণ পরে প্রথম যখন ওকে কোলে নিয়ে ছুঁয়ে দেখি, সেই মুহূর্তে আমার পুরো শরীর ও হাত-পা কাঁপছিল! বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করে একথা বলেন তিনি। অন্যরকম এক অনুভূতি বাবা হওয়ার। সত্যিই পৃথিবীর অন্য কোনো অনুভূতির মিল খুঁজে পাওয়া যাবে না এই অনুভূতির সঙ্গে।
অশেষ শুকরিয়া জানাই করুনাময় আল্লাহর প্রতি।’ শিমুল খানের স্ত্রী শেখ সুস্মিতা খান জানান, ‘মা’ না হলে এই অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব নয়। যার সঙ্গে পৃথিবীর অন্য কোনো অনুভূতিরই তুলনা চলে না, এ যেন এক পবিত্র স্বর্গীয় অনুভূতি। কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাচ্ছি পরম করুনাময় মহান আল্লাহর প্রতি।’’
একমাত্র কন্যার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন অভিনেতা শিমুল খান ও শিমুল খানের স্ত্রী শেখ সুস্মিতা খান।
আনন্দবাজার/শাহী


