করোনাভাইরাস থেকে নিস্তার পেতে পুরো বিশ্বেই চলছে প্রতিষেধক আর ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা। এরকমই এক প্রচেষ্টায় প্রাণ হারিয়েছেন ভারতের এক ফার্মাসিস্ট। নিজের তৈরি করোনার ওষুধ নিজের ওপর পরীক্ষা চালাতে গিয়ে তিনি প্রাণ হারান।
ভারতের চেন্নাইয়ের সিভানসেন (৪৭) নামের ঐ ব্যক্তি সুজাতা বায়োটেক এর জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (০৭ মে) সংস্থার মালিকের বাড়িতে নিজের তৈরি করোনার ওষুধ খেয়ে প্রথমে অজ্ঞান হয়ে যান সিভানসেন। কাছের একটি হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রেফার করা হয় অন্য একটি হাসপাতালে। হসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় তার।
পুলিশ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুজাতা বায়োটেকের মালিক ডাক্তার রাজ কুমারের বাসভবনে। ফার্মাসিস্ট সিভানসেনের সঙ্গে ওষুধ তৈরির কাজে ওই ডাক্তারও জড়িত কি না, পুলিশ তা তদন্ত করছে।
আনন্দবাজার/ডব্লিউ এস