দাবানল ও বন উজাড় ঠেকাতে বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট আমাজানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো ক্ষমতায় আসার প্রথম বছর আমাজানে ব্যাপক দাবানলের বিপর্যয় হলে কড়া সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। সেজন্য এবার সেনা মোতায়েন করলেন বোলসোনারো।
চলতি মে মাসের শেষের দিকে শুষ্ক আবহাওয়া ও দাবানলের মৌসুম শুরু হবে। ইতোমধ্যেই এ নিয়ে উদ্বেগজনক আভাস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া চলতি বছরের প্রথম তিন মাসে আমাজানে বন উজাড় হয়েছে ৭৯৬ কিলোমিটার। যা গত বছরের একই সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ।
অবৈধভাবে বন উজাড় এবং দাবানলের নামে পরিবেশগত অপরাধ দমনে প্রতিরোধ ও শান্তিমূলক কঠোর ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো।
১১ মে থেকে ১০ জুন পর্যন্ত আমাজান অঞ্চলে আদিবাসীদের সংরক্ষিত এলাকা এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য ভূমি সুরক্ষায় এই আদেশ কার্যকর থাকবে।
আনন্দবাজার/ টি এস পি