এখন থেকে অ্যাপল অ্যাপস্টোরে মিলবে ট্রাক ভাড়ার অনলাইন প্ল্যাটফর্ম ‘জিম’ ডিজিটাল ট্রাকের অ্যাপ। আগামীকাল ১০ মে থেকে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা অনলাইন ভিত্তিক সেবাটি তাদের ডিভাইস এর মাধ্যমে ব্যবহার করতে পারবে।
জিম ডিজিটাল ট্রাক এর মার্কেটিং ম্যানেজার আবরার আহসান চৌধুরী জানান, এই অ্যাপ এর মাধ্যমে দেশের যে কোন প্রান্তে অনলাইনে ট্রাক ভাড়া করা সম্ভব। এতদিন অ্যাপটি শুধু গুগল প্লেস্টোরে পাওয়া যেত। এতে করে অনেক অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা সেবাটি নিতে পারতনা। তাদের কথা চিন্তা করে আমরা অ্যাপল অ্যাপস্টোরে সেবাটি চালু করতে যাচ্ছি। আমরা আশা করছি এখন থেকে আইওএস প্ল্যাটফর্মে অ্যাপটি চালু করায় অ্যাপল ডিভাইস ব্যবহারকারী ভোক্তারা জিমের এই আধুনিক পরিবহন সেবাটি উপভোগ করতে পারবেন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত অ্যাপটির মাধ্যমে প্রায় ১০,০০০ ট্রিপ সম্পন্ন হয়েছে। জিমে লাইসেন্স এবং এনআইডির মাধ্যমে ভেরিফাইড প্রায় ১১,০০০ ট্রাক এবং ৬,৫০০ জন চালক রেজিস্টারড হয়েছেন।
উল্লেখ্য যে, গত বছরে এপ্রিলে গুগল প্লেস্টোরে অ্যাপটির বেটা ভারসন ছাড়ার মধ্য দিয়ে জিম তার যাত্রা শুরু করে। আর একি বছরের অক্টোবর থেকে শুরু করে দেশের যে কোন প্রান্তে পণ্য প্রেরণের।
জিমের ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশ, আমেরিকা ও অস্ট্রেলিয়া। অপারেশনাল বেস বাংলাদেশ ও ভারত। বাংলাদেশে ঢাকা প্রধান কার্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় জিমের আঞ্চলিক অফিস রয়েছে।
আনন্দবাজার/শহক