ফেনীতে প্রথমবারের মতো চালু হয়েছে রাসায়নিক সার ও বিষমুক্ত সবজির হাট ‘কৃষকের বাজার’। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিদিন সকাল থেকে কৃষকদের উৎপাদিত নিরাপদ সবজি বিক্রি, দুধ,ডিম বিক্রি করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধানে বসবে এই হাট। সদর উপজেলার পাঁচগাছিয়া, বালিগাঁও ও ধলিয়া ইউনিয়নের কৃষকরা হাটে সবজি বিক্রি করবে। এতে করে তারাও ন্যায্য দাম পাবে। এখানে যে সবজি আনা হয়েছে সবগুলো নিরাপদ।
জেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী কে জানান, সবজিতে কোন ক্যামিকেল ব্যবহার করা হয়নি,কীটনাশকও দেওয়া হয়নি।
আনন্দবাজার/শাহী