ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেডে লাশের সারি, পাশেই করোনা রোগীদের চিকিৎসা!

ভয়াবহ একটি দৃশ্য ধরা পড়ল মুম্বাইয়ের একটি হাসপাতালে। পুরুষ ওয়ার্ডে একের পর এক মৃতদেহ রাখা আছে বেডে। মৃতদেহের ঠিক পাশেই শুয়ে রয়েছেন করোনা রোগীরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার।

একটি মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে হাসপাতালের শয্যায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে, তারই আশেপাশে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কয়েকটি লাশ। ব্যাগের মধ্যে কোনো রকমে জড়ানো অবস্থায় ফেলে রাখা এসব লাশের সবই করোনা আক্রান্ত মানুষজনের। মারা যাওয়ার পরও তাদের লাশ অন্যস্থানে না সরিয়ে হাসপাতালের মেঝেতে ফেলে রাখা হয়েছে, যা থেকে আরো ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভয়ঙ্কর ওই ভিডিও ক্লিপটি মুম্বাইয়ের সিওন হাসপাতালের। এটি সেখানকার পৌরসভার নিয়ন্ত্রণে রয়েছে। কমপক্ষে ৭টি লাশ ওয়ার্ডের বেডে পড়ে থাকতে দেখা গেছে, আর তার ঠিক পাশেই হাসপাতালের বেডে চিকিৎসা চলছে অন্য রোগীদের। কিছু রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছে। তাই ভাবুন একবার, কী ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থা।

সংবাদটি শেয়ার করুন