প্রাণঘাতী মহামারি করোনার প্রকোপে চারপাশে যখন আতঙ্কের পরিবেশ, তখনই ফুটফুটে এক কন্যা সন্তানের মা হলেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। করোনা আঁধারের মধ্যে অপরূপা ও তার স্বামী শাকির আলির জীবনে নতুন ভোরের স্বপ্ন নিয়ে এসেছে কন্যাটি। তাই এই দম্পত্তি আদর করে মেয়ের ডাকনাম রেখেছেন ‘করোনা’।
গত বৃহস্পতিবার শ্রীরামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দেন সাংসদ অপরূপা পোদ্দার। মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন বলে নার্সিংহোম জানিয়েছে।
তবে কন্যার ডাকনাম করোনা রাখা হলেও ভাল নাম কী হবে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন শাকির আলি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নবজাতকের নাম ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি।