ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, নেই বাজার মনিটরিং

করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকে আনোয়ারা উপজেলায় চাল, ডাল, লবন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রমাগত বাড়ছে। এছাড়া রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন হাট-বাজারে বাড়ছে সবজির দাম। এদিকে বাজার মনিটরিংয়ে গঠিত কমিটির সদস্যদের বাজারে উপস্থিতি নেই বললেই চলে। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মাফিক মালামাল ক্রয়-বিক্রয় করে আসছে।

জানা গেছে, করোনা ভাইরাসের প্রভাব ও রমজান উপলক্ষে বাজারে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় সে লক্ষে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ কারণে উপজেলার হাট-বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কমিটি গঠন করা হয়। মনিটরিং কমিটি প্রত্যক দিন বাজার তদারকি করার কথা রয়েছে। তবে উপজেলার বাজার গুলোতে মনিটরিং কমিটির দায়িত্ব পালনের কথা থাকলেও এ যাবৎ বাজার পর্যবেক্ষনে দেখা যায়নি কাউকে।

বেশ কয়েকজন ক্রেতা জানান, দুই এক দিন পর পর নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়িকরা মন গড়া একটা স্লিপ দেখিয়ে দিচ্ছে। বেশির ভাগ দোকানে বাজার মূল্য তালিকা টানানো নেই। গত সাপ্তাহে যে মশুড়ীর ডাল ৭০টাকা করে কিরেছিলাম তা এখন ১০০ টাকার বেশি দিয়ে কিনতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমদ আনন্দবাজারকে বলেন, বাজার মনিটরিং কমিটির সদস্যরা নিয়মিত আমার কাছে আপডেট দিচ্ছে। এছাড়া বাজারগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র কোন তৎপরতা আনোয়ারা উপজেলায় নেই। তাদের কোন আপডেটও নেই।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন