করোনাভাইরাস এর চিকিৎসায় চীনের তৈরি ওষুধ বিক্রির অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। ওয়াইলিং ফার্মাসিউটিক্যালের বরাতে এক প্রতিবেদনে শিনহুয়া নিউজের এ তথ্য জানিয়েছে।
চীনের হুবেই প্রদেশের শিজিয়াঝুয়াং ভিত্তিক প্রতিষ্ঠান ওয়াইলিং ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ থেকে তাদের তৈরি লিয়ানহুয়া কুইংওয়েন নামক ক্যাপসুল করোনাভাইরাসের চিকিৎসার জন্য বাজারজাত করার অনুমতি দেওয়া হয়েছে।
চীনে করোনা আক্রান্তদের চিকিৎসায় ওই ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল। করোনা আক্রান্ত ৯০ শতাংশ রোগী লিয়ানহুয়া কুইংওয়েন সেবনে সেরে উঠেছেন, এমনটাই উঠে আসে ফলাফলে।
চাইনিজ অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ ঝ্যাং বলি বলেন, হালকা থেকে বেশি, যে কোনো ধরনের ওপর লিয়ানহুয়া কুইংওয়েন ক্যাপসুল বেশি মাত্রায় কাজে দিয়েছে। করোনাভাইরাস নিষ্ক্রীয় করে ফেলার ব্যাপারে সেভাবে ক্ষমতাধর নয় এই ওষুধ, তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে রোগীর শরীরে যে ধরনের ক্ষতি হয়; তা এই ওষুধ সেবনে দ্রুত সেরে ওঠে। এর আগে চীনে নিউমোনিয়ার লক্ষণ থাকা করোনা রোগীদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হয়েছে।
দেশ ও দেশের বাইরে চাহিদা থাকায় এই ওষুধের ব্যাপক উৎপাদন শুরু করেছে ওয়াইলিং ফার্মাসিউটিক্যাল।
আনন্দবাজার/ডব্লিউ এস