করোনাভাইরাসের কারণে সারাদেশ লকডাউন। ফলে শ্রমিক সংকটে আছে কৃষকেরা। কৃষকের এমন দুঃসময়ে পাশে দাড়িয়েছে কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন। শ্রমিকের অভাবে কৃষকের ফসল নষ্ট না হয় তাই কৃষকদের কিনে দিয়েছেন ধান কাটার অত্যাধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টর।
বাংলাদেশ কৃষি অধিদপ্তর কর্তৃক কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় ধান কাটার মেশিন কৃষকদের মাঝে হস্তান্তর করেছেন এমপি নিজেই।
একজন কৃষক বলেন, দেশের এই খারাপ সময়ে খুবই বিপদে পড়েছিলাম ধানের জমি নিয়ে। ধান পেকে গেছে অথচ শ্রমিক নাই আবার হাতেও টাকা পয়সা নাই। এমন পরিস্তিতিতে খুবই চিন্তায় ছিলাম। এমপি সাহেব কে ধন্যবাদ আমাদের পাশে দাড়ানোর জন্য।
কৃষি অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এবার এই উপজেলায় প্রচুর পরিমাণে ধানের ফলন হয়েছে। তবে শ্রমিকের অভাব আর বৃষ্টির কারণে তা নষ্ট হচ্ছিল। কিন্তু এমপি সাহেব কৃষকের পাশে দাড়ানোই দেশের কোটি টাকার ফসল বেচে গেছে।
আনন্দবাজার/এফআইবি