শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের আহ্বান

সরকার ঘোষিত প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বুধবার (৬ মে) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক আলোচনা সভায় ব্যবসায়ীরা এ আহ্বান জানান।

ব্যবসায়ীরা জানান, সরকার সহযোগিতার ঘোষণা দিলেও ব্যাংকগুলোর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতার ঘাটতি রয়েছে। অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এ সুবিধার আওতায় আসতে পারছেন না ডকুমেন্ট কিংবা ছোটখাট কারণে। ব্যাংকের শাখাগুলো এখনো এসব নির্দেশনা সম্পর্কে অবহিত নয়। অর্থমন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও ব্যাংক থেকে কোন নির্দেশনা পায়নি তারা। এছাড়াও বেশকিছু সমস্যার কথা তুলে ধরে দ্রুত প্রণোদনার অর্থ ছাড়ের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।

মতিঝিলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় ফেডারেশনের বর্তমান ও সাবেক নেতা, ব্যাংকের প্রতিনিধি ও অর্থনীতিবিদরা তাদের মতামত তুলে ধরেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  পলিমারের নগদ ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সংবাদটি শেয়ার করুন