ঢাকা | মঙ্গলবার
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সময়সীমা বাড়লো ব্যাংকে লেনদেনের

প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য চলমান সরকার ঘোষিত সাধারণ ছুটিতে আগের মতো এবারও ব্যাংক খোলা থাকবে। আগামী ১০ মে থেকে লেনদেনের সময়ও বাড়িয়ে দেওয়া হবে। ৫ মে এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

জারি করা প্রজ্ঞাপন জানানো হয়েছে, ১০ মে থেকে ব্যাংকে লেনদেনের সময় বাড়িয়ে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা করা হবে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। নতুন সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এছাড়া ৩টা ৩০ পর্যন্ত ব্যাংক খোলা থাকবে বাদ বাকী আনুসাঙ্গিক কাজের জন্য।

বর্তমানে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেনের সময় বরাদ্ধ করা রয়েছে।

আজ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ওই সার্কুলারটি জারি করে তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন