করোনাভাইরাসের কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর পুঁজিবাজারে লেনদেন চালু করার অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
গতকাল রোববার ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক স্বাক্ষরিত একটি চিঠিতে আগামী ১০ মে লেনদেন চালু করার সম্মতি চেয়ে কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের কাছে আবেদন করা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল পুঁজিবাজারে লেনদেন চালুর নীতিগত সিদ্ধান্ত নেয় ডিএসইর পরিচালনা পর্ষদ। সে সময় অনলাইনে আয়োজিত এক অনানুষ্ঠানিক পরিচালনা পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে বন্ধ আছে পুঁজিবাজারের লেনদেন।
আনন্দবাজার/ টি এস পি