সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

এপ্রিলে পোশাক রফতানি কমছে ৮৫ শতাংশ 

করোনাভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। এর প্রভাব পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে। ইতোমধ্যে ক্রয়াদেশ বাতিল করে দিয়েছে ক্রেতারা। এতে শুধু গত এপ্রিল মাসেই বাংলাদেশের পোশাক রফতানি হয় মাত্র ৩৬ কোটি ৬৫ লাখ ডলারের। যা আগের বছরের এই মাসের তুলনায় ৮৪ দশমিক ৮৬ শতাংশ কম।

গত বছরের এপ্রিল মাসে রফতানি হয়েছিল ২৪২ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার। গত বছরের তুলনায় একই সময়ে এই বছর ২০৫ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলারের রফতানি কমেছে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাত দিয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এসব তথ্য জানায়।

বিজিএমইএ জানায়, গত ২৯ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত ১ হাজার ১৫০ কারখানার মোট ৩১৮ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয়। এসব ক্রয়াদেশের আওতায় ছিল ৯৮ কোটি ২০ লাখ পিস পোশাক। অন্যদিকে এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ২২ লাখ ৮০ হাজার।

করোনাভাইরাসের প্রকোপে গত মার্চ মাস থেকেই ধস নামতে থাকে পোশাক রফতানিতে। মার্চে ২২৫ কোটি ডলারের পোশাক রফতানি হয়।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে বিনা খরচে দক্ষ শ্রমিক যাবে জাপানে

সংবাদটি শেয়ার করুন