ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৭৭৫ কিমি সাইকেল চালিয়ে বাড়ি ফিরেও যায়গা হয়নি ঘরে

মেসে খাবার নেই। কারখানা কর্তৃপক্ষও রাখেননি খবর । সহকর্মীরা সব বাড়ি চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আর ফাঁকা ঘরে থাকার সাহস করেননি ভারতের পশ্চিম বর্ধমানের বার্নপুরের বান্টি বাউড়ি। তাই টানা পাঁচ দিন সাইকেল চালিয়ে ভারতের মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে নিজ বাড়িতে ফিরে আসেন। কিন্তু বাড়ি এসেও ঘরে যায়গা হলো না বান্টির!

একটি প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের সাতনা থেকে টানা প্রায় পাঁচ দিন সাইকেল চালিয়ে প্রায় ৭৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন বান্টি।

পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই যুবক সুস্থ আছেন। কিন্তু করোনা সতর্কতায় ছেলের থাকার জন্য বাড়ির বাইরে তাঁবু টাঙিয়ে দিয়েছেন বাবা অভিমন্যু বাবু।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বান্টির। তিনি সুস্থ আছেন, এই ছাড়পত্র দেয়া হয়েছে।

তবে পরিবারের সুরক্ষার জন্যই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে করোনা সতর্কতায় প্রশাসনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বলে জানান বান্টির বাবা অভিমন্যু বাবু।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন