ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পতনের আশঙ্কা

প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে বর্তমান বিশ্ব টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। বৈশ্বিক অর্থনীতিতে নেমেছে রেকর্ড শ্লথতা। এই পরিস্থিতি কয়লার চাহিদা কমিয়ে দিচ্ছে বিভিন্ন দেশের। যার কারণে জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা কমে যেতে পারে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) মনে করছে, ২০২০ সালে কয়লার বার্ষিক বৈশ্বিক চাহিদায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় পতন দেখা দিতে পারে।

আইইএর সাম্প্রতিক দেওয়া তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় ৮ শতাংশ কমে যেতে পারে এই বছরের কয়লার বৈশ্বিক চাহিদা। এমনটাই জানিয়েছে হংকংভিত্তিক জ্বালানিবিষয়ক প্রতিষ্ঠান নবেল রিসোর্সেস।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যানুযায়ী, ২০২০ সালে কয়লার (সিবোর্ন থার্মাল কোল) বৈশ্বিক আমদানি চাহিদা দাঁড়াতে পারে ৯২ কোটি ৭০ লাখ টনে, আগের বছরের তুলনায় যা ৭ শতাংশ কম।

তবে প্রানঘাতী করোনা ভাইরাসের সঙ্গে কয়লার পরিবর্তে বিশ্ববাসীর প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রবণতা বৃদ্ধিও পণ্যটির আমদানি কমিয়ে আনার পেছনে প্রভাবক হিসেবে কাজ করতে পারে। মূলত বিদ্যুৎ উৎপাদন খাতে পণ্যটির ব্যবহার হ্রাস এক্ষেত্রে মূল ভূমিকা রাখতে পারে।

আইইএর তথ্য অনুযায়ী, এ বছর বিদ্যুৎ উৎপাদন খাতে জ্বালানিটির ব্যবহার ১০ শতাংশ কমে যেতে পারে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন