পৃথিবীতে চাঁদের পাথর খুবই দুর্লভ একটি বস্তু। চাঁদের বুক থেকে খসে পড়া হাজারটি পাথরের মাঝে হয়তো একটি পৃথিবীতে এসে পড়ে। মহাকাশ চর্চায় আগ্রহী যে কেউ চাঁদের পাথরের প্রতি বিশেষ ভাবে আকর্ষিত হতে পারেন।
এমনই একটি পাথর লন্ডনে ক্রিস্টির নিলাম ঘরে বিক্রি হয়েছে। পৃথিবীতে দুর্লভ এই চাঁদের পাথরটির বিক্রি হয়েছে ৩৫ লাখ ডলারে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পৃথিবীতে থাকা চাঁদের এই পঞ্চম বৃহত্তম টুকরাটি বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
পাথরটি সম্ভবত কোনও উল্কা অথবা ধূমকেতুর আঘাতে চাঁদের বুক থেকে ছিটকে পৃথিবীতে এসে পড়েছিল। সাহারা মরুভূমি থেকে এই পাথরটি উদ্ধার হয়। পাথরটির নাম এনডব্লিউএ ১২৬৯১। পাথরটির ওজন সাড়ে ১৩ কেজি। পৃথিবীতে এখন পর্যন্ত মোট ৬৫০ কেজি ওজনের চাঁদের পাথর পাওয়া গেছে।
আনন্দবাজার/এফআইবি