ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝড়ে উড়ে গেল করোনা হাসপাতাল

কাতারে প্রবল ঝড় ও বৃষ্টিতে একটি করোনা হাসপাতাল ভেঙ্গে তছনছ হয়ে গেছে । করোনা আক্রান্তদের চিকিৎসা করতে একটি মাঠে অস্থায়ী এই হাসপাতালটি বানানো হয়েছিল। এ তথ্য প্রকাশ করেছে আরব নিউজ।

দুই সপ্তাহ পূর্বে রাজধানী দোহার উত্তরে উম্মে সালাল অঞ্চলে  অস্থায়ী এই হাসপাতালটি তৈরি করা হয়েছিল। শুক্রবার ঝড়ে হাসপাতালটি তছনছ হয়ে গেছে। এসময় অনেক যন্ত্রপাতিও উড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির উপর আছড়ে পড়েছে। এ ঘটনায় তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, কাতারে এখন পর্যন্ত ১৪ হাজার ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৩৬ জন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন