করোনা ভাইরাসের জন্য খাগড়াছড়ির বাঁশ ব্যবসায়ীরা পড়েছেন সংকটে। দেশের অন্যতম বৃহৎ বাঁশের বাজার খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়ায়। এই বাজার থেকে প্রতিদিন অন্তত ২৪টি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে যেত। করোনার জন্য চলমান লোকডাউন এর কারণে সব কিছু বন্ধ থাকায় বাবুছড়া সংলগ্ন মাইনী নদীতে পড়ে আছে অন্তত ৫ লাখ বাঁশ। এই বাঁশ পরিবহনের অনুমতি নেওয়া যাচ্ছে না বিভাগীয় বন অফিস বন্ধ থাকায়। যার ফলে ব্যবসায়ীদের দুই কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে।
বাবুছড়া বাঁশ কল্যাণ সমিতি থেকে জানা যায়, গত অর্থবছরের ৯ মাসে দেশের বিভিন্ন স্থানে ২৮ লাখ ৪৪ হাজার বাঁশ পাঠানো হয়। অন্তত ৫০ হাজার মানুষ এই বাঁশ কাটা, পরিবহন ও লোডিংয়ের সাথে জড়িত। এখন বাঁশের মৌসুম চলছে তাও পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের কোনও কর্মব্যস্ততা নেই।
ব্যবসায়ীরা বলেন, পরিবহন অনুমতি মিলছে না করোনার জন্য রাঙামাটি বনবিভাগ অফিস বন্ধ থাকায়। ইতোমধ্যে নষ্ট হতে শুরু করেছে নদীতে রাখা বাঁশ। নদীতে রাখা সব বাঁশ নষ্ট হয়ে গেলে ব্যবসায়ীদের ২ কোটি টাকা লোকসান হবে।
আনন্দবাজার/এস.কে