ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা রোগী সামাল দিতে বাসেই করোনা টেস্ট

মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রাতদিনই বাড়ছে ভারতে। পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার। মুম্বাইয়ের রাস্তায় নেমেছে মোবাইল করোনা টেস্টিং বাস।

শুক্রবার (১ মে) ওই নতুন বাসের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে, পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে, বৃহন্মুবই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার প্রবীণ পরদেশি।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, করোনার টেস্টে রোগীর সংখ্যা সামাল দিতেই এ বিশেষ বাসের ব্যবস্থা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসটি উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রীরা। ওরলির ন্যাশানাল স্পোর্টস ক্লাব থেকে এদিন এ বিশেষ বাসটি যাত্রা শুরু করে।

বিশেষ এই বাসের ভেতর আছে একটি অত্যাধুনিক করোনা ভাইরাস টেস্টিং ল্যাব। সেখানে পরীক্ষার জন্য আরো রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম। এক্স রে মেশিনও আছে বাসটিতে। মুম্বাইয়েরে পর ভারতের অন্যান্য শহরেও দেখা যাবে এই বিশেষ বাস।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন