আশার আলো দেখতে শুরু করেছে মৃত্যুপুরী ইতালি। কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এই ভাইরাস। যার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে দেশটির জনগণের মাঝে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আক্রান্ত অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। প্রতিদিন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন রেকর্ড সংখ্যক রোগী।
গত ২৪ ঘন্টায় দেশটিতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন ২ হাজার ৩৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৭৮ হাজার ২৪৯ জন।
এদিকে করোনাভাইরাসের প্রকোপ কমায় আগামী ৪ মে থেকে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। দেশটির বিভিন্ন অঞ্চলে সীমিত আকারে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জনে। মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৩৬ জনের।
আনন্দবাজার/রনি