ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর মহানগরের তারগাছ এলাকায় আজ শনিবার ২মে সকালে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে অনন্ত কেজুয়াল ওয়্যার লিমিটেডের কারখানার শ্রমিকরা। এসময় ঢাকা-ময়মনসিংহ সড়কের দুই পাশে বিপুল পরিমাণ যানবাহন আটকা পড়ে যায়।

কারখানার শ্রমিকরা জানান, দেশে করোনা ভাইরাস আসার পর গত ১১ এপ্রিল কারখানাটি ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়। পরে গত ২৪ এপ্রিল কারখানা কতৃপক্ষ কিছু শ্রমিকদের খবর দিয়ে কারখানা পুনরায় চালু করে।

আজ সকালে কারখনার বাকি শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে কারখানা কতৃপক্ষ তাদের কাজে যোগদান করতে না দিয়ে গেট আটকে দেয়। পরে শ্রমিকদের মধ্যে শ্রমিক ছাটাইয়ের গুজব ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা কারখনার প্রধান গেটে অবস্থান নেয়। পরে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এসময় এক শ্রমিক বলেন, শ্রমিক ছাটাইয়ের নিয়ম না মেনে কতৃপক্ষ শ্রমিক ছাটাই করে দিচ্ছে। নিয়মানুযায়ী বেতন ভাতা দিয়ে দিলে আমরা আন্দোলন বন্ধ করে দিবো।

কারখনার কর্মকর্তা আমিনুর রহমান জানান, কে বা কারা শ্রমিকদের মধ্যে ছাটাইয়ের খবর ছড়িয়ে দিলে শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে। সাস্থ্য শতর্কতার কারনে অতিরিক্ত শ্রমিক কারখানায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, শ্রমিক ছাটাইয়ের গুজবে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। সাস্থ্য বিধি মেনে চলার কারনে শ্রমিকদের প্রবেশ করতে দেয়া হয়নি। কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে।

 

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন