ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় কেড়ে নিল পরিবারের সবার প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পরিবারের সবাই মারা গেছে। প্রথমে ওই পরিবারের সন্তান আক্রান্ত হলে পরবর্তীতে  মা ও বাবাও আক্রান্ত হয়। পরে ধীরে ধীরে পরিবারের সবাই চলে গেলেন না ফেরার দেশে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পোস্ট এর সূত্রে জানা যায়, মারিও মেয়রগা জুনিয়র নামের এই তরুণ মিয়ামির সিনাই নামের একটি সেবামূলক সংস্থায় কাজ করতেন। সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে মার্চের মাঝামাঝি তিনি করোনায় আক্রান্ত হন। তার এক সপ্তাহের পর মারিও’র বাবা-মাও আক্রান্ত হয়।

৭২ বছর বয়সী মারিও জুনিয়রের বাবা মারিও মেয়রগা মারা যান গত ১০ এপ্রিল। তার ৯ দিন পর মারা যান ৭২ বছর বয়সী মা এসপেরাঞ্জা মেয়রগা এবং গত রবিবার মারা যান মারিও জুনিয়রও।

৮০ এর দশকে নিকারাগুয়া থেকে পরিবারটি যুক্তরাষ্ট্রে আসে। দীর্ঘদিন মারিও সিনিয়র একটি শেষকৃত্য সেবার সঙ্গে কাজ করেছেন।

আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন