মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চালের দাম কিছুটা কমেছে

প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে বেশ কয়েক দফায় অস্বাভাবিক ভাবে দাম বাড়ার পর এখন চালের দাম কিছুটা কমেছে। ৭ দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারগুলোতে চালের কেজিতে ৭ টাকা পর্যন্ত দাম কমেছে। খুচরা ব্যবসায়ীরা জানান, বিক্রি কমে যাওয়ার কারণেই এই দাম কমেছে।

খুচরা ব্যবসায়ীরা জানান, প্রানঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শুরুতেই চাল বিক্রি বেড়ে যায়, যার ফলে দামও বেড়ে গেছিল। এরপর দাম কিছুটা কমে বিক্রি কমলে। যার ফলে খুচরা ব্যবসায়ীরা চাল বিক্রি করে দিচ্ছে দাম কমিয়ে। কিন্তু এখনও চালের দাম করোনার আগে যা ছিল তার থেকে বেশি।

তারা জানান, সামনে বাজারে আসবে নতুন চাল। যার ফলে লোকসানের মুখে পড়তে হতে পারে চাল ধরে রাখলে। যার জন্যই মূলত লোকসান এড়াতে এবং নতুন চাল কেনার জন্য খুচরায় দাম কমিয়ে বিক্রি করা হচ্ছে। তবে চালের দাম কমেনি পাইকারি বাজারে।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নতুনভাবে সাজবে ঢাকা ৩৪২ প্রাথমিক বিদ্যালয়: গণশিক্ষা প্রতিমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন