উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে পুরো বিশ্বে চলছে নানা জল্পনা কল্পনা। বিভিন্ন দেশের নেতা কিম জং উনকে নিয়ে একেক সময় একেক বক্তব্য দিচ্ছেন। তার মৃত্যু, অসুস্থতা ও লুকিয়া থাকার তথ্য দিলেও কেউ দিতে পারেনি নিশ্চয়তা। এদিকে কিম সম্পর্কে কোনও তথ্য নেই বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, তাদের কাছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের স্বাস্থ্য সম্পর্কে কোনও খবর নেই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জাতিসংঘের পক্ষে উত্তর কোরিয়া সরকারের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়েছিল কি না। সেই ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়েই তিনি জানান কিম জং উইনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনও খবরই নেই তাদের কাছে।
কিছুদিন আগে কিমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল। গত ১৫ এপ্রিল নিজের দাদা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা দ্বিতীয় কিম সাং-এর ১০৮তম জন্মবার্ষিকীতে কিম অনুপস্থিত এমন কথা রটেছিল। পরবর্তীতে দক্ষিণ কোরিয়া সরকারিভাবে জানিয়েছিল কিমের মৃত্যুর খবর গুজব।
আনন্দবাজার/ডব্লিউ এস