ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নায়ক আলমগীর

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নায়ক আলমগীর। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আলমগীর।

হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরে, পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু হয়েছে বলে নিশ্চিত হন এই অভিনেতা। তবে, বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দুই থেকে তিনদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি।

আলমগীর বলেন, ‘আপাতত কিছুটা ভালো আছি। কিন্তু চিকিৎসকরা আরও দুই থেকে তিনদিন হাসপাতালে থাকতে বলেছেন।‘ আলমগীর তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মঙ্গলবার ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধনে অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন