ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রকোপে ইউরোপে তীব্র অর্থনৈতিক মন্দা

করোনাভাইরাসের প্রকোপে তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ইউরোপে। চলতি বছরের প্রথম তিনমাসে রেকর্ড পরিমাণে সংকুচিত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি। ইউরোপীয় ইউনিয়নের জিডিপি এই তিনমাসে ৩ দশমিক ৫ শতাংশ কমেছে। এ সময়ে ইইউ’র ১৯ সদস্য রাষ্ট্রের অর্থনীত ৩ দশমিক ৮ শতাংশ হারে সংকুচিত হয়েছে।

এপ্রিল মাসে জার্মানিতে বেকারের সংখ্যা বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ। স্পেন ও ফ্রান্সের অর্থনীতি যথাক্রমে ৫ দশমিক ২ শতাংশ এবং ৬ শতাংশ হারে সংকুচিত হয়েছে। গত ২৫ বছরের মধ্যে ফ্রান্সের অর্থনীতির এটাই সবচেয়ে খারাপ অবস্থা।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, লকডাউন ও করোনাভাইরাসের প্রভাবে এমন পরিস্থিতি হয়েছে। লকডাউনের কারণে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে ইউরোপের একাধিক দেশ স্পেন, ফ্রান্স এবং ইতালিতে। এইসব দেশগুলির বিশেষ পর্যটন শিল্পে তেমন কোনও বাণিজ্য নেই। এছাড়া নেই তেল এবং এনার্জি সেক্টরের চাহিদাও।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন