ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিথিল করা হলো অস্ট্রিয়ার লকডাউন

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়া লকডাউন শিথিল করা হয়েছে অস্ট্রিয়ায়।

আজ শুক্রবার (০১ মে) থেকে অস্ট্রিয়ায় জনসাধারণকে ঘর থেকে বের হতে স্বাধীনতা দিয়েছে সরকার। তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়মও সাথে বেধে দেয়া হয়েছে। বেধে দেয়া নিয়মগুলো দেশি-বিদেশি প্রত্যেক নাগরিককে যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে নিয়মের একটি তালিকা দেয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। গণপরিবহন এবং ব্যবসায় প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক। যেকোনো অনুষ্ঠানে একসাথে ১০ জনের বেশি মানুষ থাকতে পারবে না। এমনকি শেষকৃত্য অনুষ্ঠানে সর্বোচ্চ ৩০ জন উপস্থিত থাকতে পারবেন।

এদিকে, গত চার মাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯০৭ জন। মারা গেছেন মাত্র ৫৮৪ জন। এছাড়া, ২ হাজার ৫৪৩ জন এখনো অসুস্থ, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, অস্ট্রিয়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দেশটি লকডাউন করে সরকার। বিশেষ করে রাজধানী ভিয়েনাতে বেশ জোরেশোরেই লকডাউন কার্যকর হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন