ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটেনে করোনারোগীর এক তৃতীয়াংশই মারা গেছেন

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে এক তৃতীয়াংশই মারা গেছেন। দেশটির দেড় শতাধিক হাসপাতালে ভর্তি করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠা এবং মৃত্যুর তথ্য সংগ্রহ করে গবেষণার পর এই তথ্য নিশ্চিত করেছে ইউনিভার্সিটি অব লিভারপুলের গবেষকরা। বুধবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব লিভারপুল।

এতে জানানো হয়, যুক্তরাজ্যের হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীদের এক তৃতীয়াংশ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অর্ধেকের কম রোগী। আর বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।

গবেষক দলের প্রধান অধ্যাপক ক্যালাম সেম্পল জানান, ইবোলা মহামারির সময়ের মতোই হাসপাতালে মৃত্যুর এই হার। হাসপাতালে ভর্তি প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ রোগী মারা গিয়েছিল ইবোলা মহামারির সময়।

করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে সতর্ক করে অধ্যাপক ক্যালাম আরও জানান, মানুষের এটা জানা দরকার করোনা অবিশ্বাস্য রকমের একটি বিপজ্জনক ব্যাধি।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ১৪৫ জন। ২১ হাজার ৬৭৮ জন মারা গেছেন। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাত্র ৩৪৪ জন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন