প্রানঘাতী করোনা ভাইরাস এর প্রভাবে বৈশ্বিক পণ্যবাজারে টালমাটাল অবস্থা দেখা দিয়েছে। এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে কারণ দিন দিন চাহিদা কমছে। স্বর্ণ বাদে বেশির ভাগ ধাতুই টানা দরপতনের ধাক্কা সামলাচ্ছে। বিশ্বব্যাংক ধারণা করছে এ মন্দা পরিস্থিতি দীর্ঘমেয়াদে বজায় থাকবে। সংস্থাটি তাদের এক প্রতিবেদনে জানায়, চলতি বছর জ্বালানি তেলের গড় দাম আগের বছরের তুলনায় ৪০ শতাংশের বেশি কমতে পারে। এছাড়াও বছর শেষে ব্যবহারিক ধাতুর বাজারে দরপতন ১৩ শতাংশে ঠেকতে পারে।
সম্প্রতি বৈশ্বিক পণ্যবাজারে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, আগের বছরে জ্বালানি পণ্য ব্রেন্ট ক্রুডের গড় দাম ৪৩ শতাংশ কমে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম দাঁড়াতে পারে ৩৫ ডলারে। সংস্থাটি গত অক্টোবরে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাস সংশোধন করে চলতি বছরের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের সম্ভাব্য গড় দামের প্রাক্কলন কমিয়েছে।
বিশ্বব্যাংক জ্বালানি তেলের বাজারে এ মন্দার কারণ হিসেবে দুটো কারণ চিহ্নিত করেছে। প্রথমত, প্রানঘাতী করোনা ভাইরাস এর কারণে জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসা। এবং দ্বিতীয়ত, ওপেক-নন ওপেক দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের বাড়তি উত্তোলনের জের ধরে বাজারে পণ্যটির চাহিদা ও সরবরাহের ভারসাম্য নষ্ট হওয়া।
আনন্দবাজার/এস.কে