করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। যুক্তরাষ্ট্রের এক নার্স সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় বিস্ফোরক মন্তব্য করেছেন। নিউইয়র্কের হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের ভেন্টিলেটরে রাখার মাধ্যমে খুন করা হচ্ছে বলে দাবি ওই মার্কিনি নার্সের।
সম্প্রতি ‘সারা এনপি’ নামের একটি ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় এমনই বিস্ফোরক তথ্য দাবি করেছেন ওই নার্স। তবে ওই নারী নিউইয়র্কের কোন হাসপাতালে কাজ করছেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
সারা এনপির বিশ্বস্ত বন্ধু- যিনিও একজন নার্স, তার সূত্রে তিনি ভিডিওতে দাবি করেন, এটা যেন একটা হরোর মুভি। শুধুমাত্র রোগের কারণে নয় তাদেরকে যেভাবে চিকিৎসা দেয়া হচ্ছে তাতে করেই প্রাণ হারাচ্ছেন অসংখ্য রোগী। এমনই খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।
ওই নার্স জানান, ‘হাসপাতালে নেয়ার পর রোগীর আত্মীয় ও স্বজনদের এটা নিশ্চিত করতে হবে যেন, হাসপাতালে নেয়ার সাথে সাথেই তাদের রোগীকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস (ভেন্টিলেটর) নেয়ার ব্যবস্থা করে না দেয়া হয়।’
বন্ধুর দেয়া তথ্যানুযায়ী সারা আরও জানান, ‘আমি এখানে তার হয়ে কথা বলছি। আমি আপনাদেরকে সেটাই বলব যেটা তিনি আমাকে বলেছেন। তিনি চান তার হাসপাতালের ভেতরকার এই মর্মান্তিক পরিস্থিতি জনসম্মুখে বেড়িয়ে আসুক। মানুষ হাসপাতালের ভেতরের প্রকৃত অবস্থা সম্পর্কে জানুক।’
ওই নারীর ভাষায়, ‘মানুষ অসুস্থ হচ্ছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ গুরুতর অসুস্থ রোগীদের কোনো সেবা দিচ্ছে না। তারা রোগীদের সাহায্য করার পরিবর্তে মেরে ফেলছেন। আর তাতে কেউ কিছু বলছে না। তার জীবনে সে এমন করে কোনো রোগীকে অবহেলার স্বীকার হতে দেখেনি।’
ওই নার্স এই পদ্ধতিতে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে আরও জানান, রোগীদেরকে মর্মান্তিকভাবে পচেগলে প্রাণ হারাতে হচ্ছে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৭ হাজারেরও বেশি মানুষের।
আনন্দবাজার/শাহী