বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের বিস্তার ঘটার পর থেকেই একের পর এক দুঃসংবাদ শুনতে শুনতে সারাবিশ্বের মানুষের কাছে বিষয়টা কেমন যেন গা সওয়া হয়ে গিয়েছিল। কিন্তু এতদিন যত খারাপ খবর শোনা গেছে, তার চেয়েও ভয়ঙ্কর কোনো সংবাদ শুনতে হবে মানুষকে, তা যেন কারও কল্পনাতেও ছিল না। রীতিমত আঁতকেই উঠতে হলো সারা বিশ্বকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক বৃদ্ধাশ্রমে করোনায় আক্রান্ত হয়ে একসাথে ৭০ জন বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফক্স নিউজ জানিয়েছে এ খবর। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে এ বৃদ্ধাশ্রমটি অনেক পুরনো হিসেবে পরিচিত। স্টেট ও ফেডারেল কর্মকর্তারা তদন্তে নেমেছেন, ঠিক কিভাবে এই প্রাণঘাতি ভাইরাসটি বৃদ্ধাশ্রমে প্রবেশ করেছে!
ম্যাসাচুসেটসের ওই বৃদ্ধাশ্রমটির নাম হলিওক সোলজার্স। জানা যায়, শুধু ওই ৭০জনের মৃত্যু দিয়েই সম্ভবত শেষ হচ্ছে না হলিওক সোলজার্সের করুন পরিণতি। কেননা সেখানে থাকা বাকী ৮২জন বৃদ্ধও করোনায় আক্রান্ত। শুধু এটিই নয়, আশ্রমটির নিরাপত্তায় থাকা ৮১জন কর্মচারিও আক্রান্ত।
উল্লেখ্য, জীবিত ও মৃত মিলিয়ে বৃদ্ধাশ্রমটিতে যত ব্যাক্তি ছিলেন বা রয়েছেন- সবাই করোনায় আক্রান্ত।
বিস্তারিত আসছে…
আনন্দবাজার/শাহী