ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম আরো কমেছে

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি। আমদানি বাড়ার সাথে সাথে কমেছে কাঁচা মরিচের দাম। হিলি স্থলবন্দরের আড়ৎগুলোতে কয়েকদিন আগে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছিল ১০০ থেকে ১২০ টাকা। বর্তমানে সেই মরিচই বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকার বাবলুর রহমান জানান, দেশেরে বাজারে চলতি মৌসুমে বন্যার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে যায়।

একারণে দেশীয় বাজারে কাঁচামরিচের দামও বেড়ে যায়। আর দেশের বাজারে ভারতীয় কাঁচা মরিচের চাহিদা থাকায় ব্যবসায়ীরাও ভারত থেকে আমদানি শুরু করে। প্রথম কয়েকদিন মরিচের দাম ভালো পেলেও গত দুই দিন থেকে দাম অর্ধেকে নেমে এসেছে।

দাম কমার কারণ হিসেবে মরিচ ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে ভারতীয় মরিচের আমদানির পাশাপাশি দেশীয় মরিচের উৎপাদন বেড়ে যাওয়ার কারণেই ভারতীয় আমদানি করা মারিচের দাম কমে গেছে।

ব্যবসায়ীরা আরো জানান, ভারত থেকে মরিচ আমদানি করে সরকারকে প্রতিকেজি মরিচে প্রায় ২১ টাকা শুল্ক দিতে হচ্ছে। এতে প্রতিকেজি মরিচ ৯০ টাকা পড়লেও সেই মরিচের দাম অর্ধেকও পাচ্ছেনা তারা।

এদিকে হিলি খুচরা বাজারে দেশি মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা এবং ভারতীয় আমদানিকৃত মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা। অল্প দামে মরিচ কিনতে পারায় খুশি ক্রেতারা।

হিলি কাস্টম সূত্রে জানা গেছে, গত ৮ কর্ম দিবসে ৫২ ট্রাকে ২৮৩ মেট্রিক টন মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। যা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৫ কোটি ৭৩ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন