ঢাকা | শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন বলে জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা জানিয়েছেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

সুইডিশ প্রধানমন্ত্রী দুপুর ২ টার দিকে ফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রায় ১৫ মিনিটের আলোচনায় ব্যবসা বাণিজ্যসহ দেশের তৈরি পোশাক শিল্প নিয়ে আলোচনা হয় দুই নেতার।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বলেন, বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। আমারা বাংলাদেশে থেকে তৈরি পোশাক আমদানি চালিয়ে যাব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবধরনের স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু করেছেন বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা। আমরা আশাবাদী যে, করোনা ভাইরাসের মহামারীতেও সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের দেওয়া তৈরি পোশাকের (আরএমজি) অর্ডার ও চাহিদা পূরণ করতে পারবে বাংলাদেশ।

এছাড়া কোভিড-১৯ মহামারী মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন