ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাঁকা শহরে আনন্দে মেতে উঠেছে প্রকৃতি

করোনাভাইরাসের কারণে পুরো রাজধানী জুড়েই এখন আতঙ্ক। করোনার সংক্রমণ থেকে বাঁচতে বন্ধ করে দেয়া হয়েছে অফিস-আদালত, স্কুল-কলেজ। সীমিত করে দেয়া হয়েছে মানুষের চলাফেরা। আর এই ফাঁকা শহর পেয়ে যেন আনন্দে মেতে উঠেছে প্রকৃতি। শহরের আনাচে কানাচে ভরে উঠেছে নানান রঙের ফুলে। গাছে গাছে পাখিদের কিচির মিচির।

সোমবার (২৭ এপ্রিল) সংসদ ভবনের লেক রোড, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ধানমন্ডি লেক, বনানী, কুড়িল বিশ্বরোড, বারিধারা আবাসিক এলাকা, হাতিরঝিল এবং খিলগাঁও ঘুরে দেখা গেছে প্রকৃতির অপরূপ রূপ। গাছে গাছে পসরা সাজিয়ে বসেছে রঙ বেরঙের ফুল।

বিশ্বরোড এলাকায় সড়কের পাশে ফুটে রয়েছে নয়নাভিরাম নয়নতারা। যমুনা ফিউচার পার্ক এলাকায় ফুটেছে নজরকারা অপরাজিতা। বিজয়সরণিতে মেলা বসেছে রাঁধাচূড়া ফুলের। ধানমন্ডি লেকের সমগ্র পার্ক জুড়ে বিলাস চলছে বাগানবিলাসের। সংসদ ভবনের লেক রোডে চোখে আগুন লাগিয়ে দেয় কৃষ্ণচূড়া।

বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিস গেটে শোভা পাচ্ছে কলাবতি আর কিছুদূর পেরোতেই জাহাঙ্গীর গেটের পাশে এক ঝাঁক কলাবতি ও মোরগফুল। মহাখালী ফ্লাইওভার থেকে নেমে বনানী ফ্লাইওভার যাওয়ার পথে আইল্যান্ডে দেখা মিলবে সাদা রঙের কাঠমালতি ফুলের। হাতিরঝিল এলাকায় সোনালু আর বারিধারা আবাসিক এলাকায় বিভিন্ন ধরনের ফুলে সেজেছে প্রকৃতি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন