এক বার স্প্যানিশ ফ্লু তে আক্রান্ত হয়েছিলেন, এবার করোনা। মাঝখানে চলে গেছে দীর্ঘ একশত বছর। আনা ডেল ভ্যালি নামে এক স্প্যানিশ নারী দুই ভাইরাসেই আক্রান্ত হয়েছেন। আবার সেরেও উঠেছেন। সম্প্রতি স্পেনভিত্তিক পত্রিকা অলিভ প্রেস এমন একটি খবর দিয়েছে, যা সত্যিই আশ্চর্যজনক।
প্রতিবেদনে জানানো হয়েছে ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। তখন তিনি শিশু ছিলেন। কিন্তু সুস্থ হয়ে ওঠেন প্রাণঘাতী ওই ভাইরাসের কবল থেকে। এবার প্রাণঘাতী করোনাভাইরাসও তার কাছে হার মেনেছে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পরও তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ১৯১৩ সালে তিনি জন্মগ্রহণ করা আনা ডেল আগামী ছয় মাসের মধ্যে ১০৭ বছর বয়সে পা দিতে যাচ্ছেন।
আলকালা ডেল ভ্যালেতে একটি নার্সিং হোমে তিনি থাকেন। সেখানকার অন্যান্য ৬০ বাসিন্দার সাথে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর তাকে লা লিনিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন তিনি।
উল্লেখ্য, স্প্যানিশ ফ্লু মহামারী প্রায় ৩৬ মাস ব্যাপী স্থায়ী হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন প্রায় ৫০ কোটি মানুষ। তখনকার বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষের শরীরে ওই ভাইরাস সংক্রমিত হয়েছিল। ফ্লু যাওয়ার প্রায় ১০২ বছর পরে আরেক বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকেও হারালেন ওই নারী। স্পেনের রোন্ডা এলাকায় তার বসবাস।
আনন্দবাজার/শাহী