করোনাভাইরাসের কারণে চলা লকডাউনে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা চলে গেছে ভার্চুয়াল জগতে। বর্তমানে যেকোন ধরনের মিটিং, ব্রিফিং, সরকারি নির্দেশনা, পড়াশুনা সবই হচ্ছে ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে। আর ভার্চুয়ালি এই যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করতে ফেসবুক নিয়ে এলো একসাথে ৫০ জন পর্যন্ত ভিডিও কলে কথা বলার সুবিধা।
শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে ম্যাসেঞ্জার রুমস নামের একটি ফিচার উদ্বোধন করা হয়েছে। যেখানে ভিডিও কলে সংযুক্ত হওয়া যাবে একসঙ্গে ৫০ জনের সাথে।
সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা এখন থেকে আলাদা মেসেঞ্জার রুম ব্যবহার করতে পারবেন। সেখানে তারা সর্বোচ্চ ৫০ জন মানুষের সঙ্গে ভিডিও কলে সংযুক্ত হতে পারবেন। ফেসবুক মেসেঞ্জারে সাধারণত সর্বোচ্চ আট জনের সঙ্গে ভিডিও কলে সংযুক্ত হওয়া যেত।
নতুন ফিচার সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, এর মাধ্যমে এই কোয়ারেন্টাইন সময়ে ব্যবহারকারীরা তাদের বন্ধু এবং আত্মীয় স্বজনের সঙ্গে আরো বেশি যোগাযোগ স্থাপন করতে পারবেন। শুধু ম্যাসেঞ্জার নয়, পরবর্তীতে এই সুবিধা ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ডাইরেক্টেও যুক্ত হবে করা হবে।
ফেইসবুক অ্যাকাউন্ট না থাকলেও ভিডিও চ্যাটের লিঙ্ক পাঠিয়ে যেকাউকে গ্রুপ চ্যাটে ইনভাইট করা যাবে। ফিচারটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
আনন্দবাজার/ডব্লিউ এস

