করোনা ভাইরাসের প্রভাবের কারনে দিনমুজুর না পেয়ে বিপাকে পরা কৃষকদের ধান কেটে দিয়েছেন সাভারের এক ইউপি চেয়ারম্যান। সারা দেশের মতো সাভারে চলতি বোরো মৌসুমে ধান কাটার দিন মজুর সংকটের কারনে বিপাকে পড়েছেন সাভার উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের কৃষকেরা।
শুক্রবার (২৪ এপ্রিল) শুক্রবার সারাদিন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর তার সেচ্ছাসেবী কর্মীদের নিয়ে বিপাকে পরা কৃষকের ধান কাটা শুরু করেন। ধান কেটে দেয়ায় খুশি এলাকার কৃষকরা।
এ প্রসঙ্গে তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নে ২০০ হেক্টর জমিতে বরো ধানের বাম্পার ফলন হয়েছে, আর করোনা ভাইরাসের কারনে কৃষকরা ধানকাটার শ্রমিক না পাওয়ায় বিপাকে পরেছে কৃষকরা। কৃষকদের যাতে করে ক্ষতি না হয়, তাই আমি সেচ্ছাসেবী নিয়ে ধান কাটার কাজ শুরু করি। পর্যায়ক্রমে এভাবেই প্রতিদিন সেচ্ছাসেবক দিয়ে ধান কেটে ঘরে তুলে দেবেন বলে তিনি জানান।
এ সময় তিনি আরো বলেন, বরো মৌসুমে কৃষকেরা যদি ধান ঘরে না তুলতে পারেন তাহলে দেশে খাদ্য সংকট দেখা দিবে। তাই দেশে খাদ্য সংকট এরাতে বরো মৌসুমে বিপাকে পরা আরো অনান্য কৃষকদের ধান কেটে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
আনন্দবাজার/শাহী