ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা থেকে সুস্থ হলো এক মাসের শিশু

করোনায় শিশুরা আক্রান্ত হয় না এমন তথ্যকে ভুল প্রমাণ করে পুরো পৃথিবীতে অনেক শিশুই এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এবার করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছে তেমনি এক শিশু। থাইল্যান্ডের মাত্র এক মাস বয়সী ঐ শিশু পরাজিত করেছে করোনাকে।

ওই নবজাতকটির চিকিৎসকরা জানিয়েছেন, চারটি অ্যান্টিভাইরাল ওষুধের সংমিশ্রণ প্রয়োগে শিশুটি সুস্থ হয়ে উঠেছে। এর আগে করোনা পজিটিভ ধরা পড়লে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরাসনারাদুরা ইনফেকশাস ডিজিজ ইনস্টিটিউটে ওই নবজাতককে ভর্তি করা হয়েছিল।

করোনায় আক্রান্ত নবজাতকের চিকিৎসায় নিয়োজিত বিশাল মুলাসার্ট বলেন, প্রথমে নবজাতকটিকে ১০ দিন চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে চিকিৎসকেরা প্রতিদিন নিয়মিতভাবে নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করে আসছিলেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন