পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীকে ধ্বংস করার ঘোষণা দিয়েছে ইরানের আইআরজিসির প্রধান হোসেন সালামি। তিনি বলেন, যদি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী নিরাপত্তার জন্য হুমকি হয়, তাহলে এটি ধ্বংস করবে ইরান। আল আরাবিয়ার একটি প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে একদিন পরেই বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এ কথা বলেন হোসেন সালামি।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট টুইটারে লিখেছিলেন, সমুদ্রে যদি ইরানের সব কিংবা কোনো একটি গানবোট যুক্তরাষ্ট্রের জাহাজকে হয়রানি করে, তবে তাদের সবকটিকে গুলি করে ধ্বংস করে দিতে আমি নির্দেশনা দিয়েছি।
তেহরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি বলেন, আমি আদেশ দিচ্ছি আমাদের নৌবাহিনীকে পারস্য উপসাগরে ইরানের সামরিক বা বেসামরিক জাহাজের নিরাপত্তার হুমকি দেয়া যে কোনো আমেরিকার সন্ত্রাসীদের ধ্বংস করতে। পারস্য উপসাগরের নিরাপত্তা ইরানের কৌশলগত অগ্রাধিকারের একটি অংশ।
আনন্দবাজার/ডব্লিউ এস