ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে পাইকারি কেনাবেচার নতুন সময় নির্ধারণ

আগামীকাল শুক্রবার থেকে কাওরান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়-বিক্রয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।নতুন সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টার মধ্যে পাইকারি ক্রেতাদেরও তাদের পণ্য ক্রয় করে বাজার ত্যাগ করতে হবে।

আজ বৃহস্পতিবার  ঢাকা মহানগর পুলিশ, র্যাব, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধি ও কাওরান বাজারের মালিক সমিতির সদস্যদের যৌথসভা এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সভায় বলা হয়, পণ্য বিক্রয়কালীন বিক্রেতা, বিক্রেতার সহকারী (সর্বোচ্চ একজন) ও ক্রেতা সার্বক্ষণিক মাস্ক ও গ্লাভস পরিধান করবেন এবং উভয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবেন । এছাড়া সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল পণ্য সামগ্রী গাড়ি থেকে আনলোড করতে হবে।

কারওয়ান বাজার এলাকায় হকারের মাধ্যমে কিংবা ভ্যানে কিংবা ফুটপাতে পসরা সাজিয়ে কোনো ধরনের খাবার কিংবা পণ্যসামগ্রী বিক্রি করা যাবে না। খুচরা বাজারের সময়সীমা প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পূর্বের ন্যায় বলবৎ থাকবে। মাছের পাইকারি বাজার পূর্বের মতো ভোর ৩টা থেকে সকাল ৯টার মধ্যে তাদের কার্যক্রম শেষ করবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন