করোনাভাইরাস মহামারী অধিকাংশ দেশে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস। বুধবার জেনেভা থেকে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
টেড্রোস গেবরিয়াসুস বলেন, করোনাভাইরাস মহামারী অধিকাংশ দেশে প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর কোনো কোনো দেশে প্রথমদিকে ভাইরাসটির প্রাদুর্ভাব হয়েছে, সেসব দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, কাজেই কোনো ভুল করবেন না।
তিনি আরও বলেন, এই ভাইরাস দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবে। ভাইরাস থেকে বৈশ্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতে এখনো অনেক বাকি আছে। বিশ্বের এমন কোনো দেশ নেই, যাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মহামারী মোকাবেলার ক্ষেত্রে ডব্লিউএইচওর ভূমিকার সমালোচনা করেন এবং জাতিসংঘের এই সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করবেন বলে ঘোষণা দেন।
এ বিষয়ে ডব্লিউএইচও এর মহাপরিচালক বলেন, আমি আশা করছি, তহবিল স্থগিত করার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এবং যুক্তরাষ্ট্র আবার ডব্লিউএইচও কাজে সমর্থন দিয়ে জীবন বাঁচানো অব্যাহত রাখবে।
আনন্দবাজার/ডব্লিউ এস