ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে আসছে স্যামসাং

সারাবিশ্বে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং সম্প্রতি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি করে হৈচৈ ফেলে দিয়েছে প্রযুক্তি পাড়ায়। তবে এবার ১০৮ কিংবা ২০৮ নয় গুঞ্জন উঠেছে ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরির কাজ করে চলেছে স্যামসাং।

স্যামসাং এর সেন্সর বিজনেস টিমের প্রধান ইয়োগিন পার্কের প্রকাশিত একটি ব্লগে জানানো হয়, ‘মানুষের চোখের রেজুলেশন হয় প্রায় ৫০০ মেগাপিক্সেল, ডিএসএলআর ও ফোনের ক্যামেরায় রেজুলেশন থাকে যথাক্রমে ৪০ এবং ১২ মেগাপিক্সেল। কিন্তু আমাদের প্রযুক্তি ও প্রতিষ্ঠানগুলো এবার তার থেকে বেশি সক্ষমতার লেন্স তৈরির জন্য কাজ করছে।’

তিনি আরো জানান, ইতিমধ্যে স্যামসাং কোম্পানি উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা সেন্সর নিয়ে কাজ শুরু করছে। যার রেজুলেশন ক্ষমতা হবে প্রায় ৬০০ মেগাপিক্সেল। তাই প্রতিষ্ঠানগুলো সেন্সর প্রযুক্তি নিয়ে দিন-রাত একসাথে কাজ করছে যার নিখুঁত ছবি মানুষের চোখ থেকে বেশি ডিটেইল ধরতে সক্ষম হবে।

পার্ক জানান, স্যামসাং শুধু ইমেজ সেন্সরই নয় পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সেন্সর নিয়েও কাজ করছে। যা ভবিষ্যতে মানুষের মত গন্ধ অথবা স্বাদ পরখ করতে পারবে।

উল্লেখ্য, সম্প্রতি বাজারে আসা গ্যালাক্সি এস২০ আল্ট্রা ফোনে স্যামসাং ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর প্রযুক্তি ব্যবহার করেছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন