ঢাকা | বুধবার
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ

রাশিয়ার রাজধানী মস্কোর সিটি কাউন্সিল নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীদের নিষিদ্ধের প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ।

শনিবার অন্তত হাজারখানেক বিক্ষোভকারীকা আটক করে পুলিশ। এছাড়া দেশটির একটি টিভি স্টেশনে ঢুকে বিক্ষোভের দৃশ্য সম্প্রচারে বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শনিবারের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয় প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

বিক্ষোভকারীরা এক পর্যায়ে মস্কোর মেয়রের কার্যালয়ের সামনে জড়ো হলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এসময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। এসময় আহত হন অনেকেই। এদিকে, দেশটির বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনিকে বিক্ষোভের সময় গ্রেপ্তারের পর ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন