ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানি সংবাদমাধ্যমে খুনি আমির খান!

পাকিস্তানি গণমাধ্যমের ভুলে বলিউড অভিনেতা আমির খান হলেন খুনি। আমির খান নামের পাকিস্তানের এক খুনির সংবাদ প্রচার করতে গিয়ে সেখানে খুনির ছবির বদলে প্রচার হয়েছে অভিনেতা আমির খানের ছবি।

দু’টি খুনের অভিযুক্ত পাকিস্তানের এমকিউএম নেতা আমির খান সম্প্রতি ছাড়া পেয়েছেন। সেই খবরই পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়েছে। তবে ছবিটি ছিল বলিউড অভিনেতা আমির খানের।

এদিকে ভুল ধরতে পেরে অভিনেতা আমিরের ছবি সরিয়ে নিলেও সেই খবরের স্ক্রীনশট ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। খবরের স্ক্রিনশট দিয়ে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নাইলা ইনায়ত নামে এক সাংবাদিক।

নাইলা ইনায়ত খবরের স্ক্রিনশট দিয়ে লিখেন, খবরের হেডলাইন : দীর্ঘ ১৭ বছর পর এমকিউএম নেতা আমির খান দুটি খুনের ঘটনার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন। জানতাম না তো ভারতের অভিনেতা আমির খান ১৭ বছর ধরে পাকিস্তানে ছিলেন।

পাকিস্তান সংবাদমাধ্যমের এই ভুলে হতবাক নেটিজেনরা। তবে বিষয়টি নিয়ে এত আলোচনা সমালোচনা হলেও এ ব্যাপারে মুখ খোলেননি অভিনেতা আমির খান।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন