ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে ছড়াচ্ছে আশার আলো, সুস্থ হলেন ২ হাজার ২০০

প্রাণঘাতী করোনাভাইরাসে ছোবলে আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০০ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৯২৭ জন।

শনিবার (১৮ এপ্রিল) নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ইতালিতে করোনায় মারা গেছে ৪৮২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯১ জন। এ নিয়ে ইতালিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ২২৭ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ৯২৫ জন।

বোরেল্লি আরও জানান, করোনা প্রতিরোধে ও জনগণকে সুরক্ষা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইতালি।

এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে দেশের এই দুর্দিনে প্রায় আট হাজার অবসরপ্রাপ্ত ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।

পাশাপাশি শনিবার তিউনিশিয়ার একটি মেডিকেল টিম চিকিৎসা সামগ্রী নিয়ে ইতালিতে এসেছেন। এছাড়াও করোনায় আক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়ে কাতার, আলবেনিয়া, চীন, কিউবা এবং রাশিয়া থেকে আগত মেডিকেল টিম ইতালির বিভিন্ন অঞ্চলে সেবা দিয়ে যাচ্ছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন