ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের লড়াইটা আলাদা, লড়তে হবে একাই : জেমস

করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবী জুড়েই চলছে শোকের মিছিল। প্রতিদিনই এতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। ভয়াল এই ভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশেও। দেশের মানুষকে লড়াই করার আহ্বান জানিয়েছেন দেশের খ্যাতনামা ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস।

নিজেকে ব্যান্ডদল ‘নগরবাউল’ এর ফেইসবুক ফ্যানপেজে জেমস লিখেছেন, বাঙালি চাইলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যেতে পারে যেকোনো শক্তির বিরুদ্ধে, তার প্রমাণ আমরা ৭১ সালে দিয়েছি। কিন্তু এবারের লড়াইটা আলাদা, তাই লড়তে হবে একাই!

করোনা প্রতিরোধে জেমস নিজেও রয়েছেন ঘরবন্দি অবস্থায়। ফটোগ্রাফি, গিটারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটছে তার। চলতি মাসের শুরুতে ইউরোপে তার বেশ কয়েকটি কনসার্ট করার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে গেছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন