ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মানুষের তৈরি ভাইরাস: লুক মন্টাগনিয়ার

প্রাণঘাতী করোনা নিয়ে সবার সন্দেহ চীনকে ঘিরে। করোনাভাইরাস প্রকৃত সৃষ্ট কোনো ভাইরাস নয় বরং এটি মানবসৃষ্ট জৈব রাসায়নিক বোম বলে অভিযোগ করেছেন অনেকে।

কিন্তু এবার করোনাকে মানবসৃষ্ট ভাইরাস বলে দাবি করেছেন এইচআইভির (এইডস) আবিষ্কারক লুক মন্টাগনিয়ার।

এদিকে, শুরু থেকেই চীন দাবী করে আসছে করোনা ভাইরাস প্রাকৃতিক পরিবর্তনের ফসল। উহান প্রদেশের এক বন্য প্রাণীর বাজার থেকে এই করোনা ভাইরাসের উৎপত্তি।

এইডসের আবিষ্কারক ড. লুক মন্টাগনিয়ার জানিয়েছেন, করোনা মানবসৃষ্ট ভাইরাস। ভাইরাসটি দুর্ঘটনাবশত ল্যাব থেকে বাইরে চলে এসেছে। যদিও এরইমধ্যে চীনা গবেষকরা স্বীকার করেছেন তারা এইচআইভির ভ্যাকসিন তৈরির জন্য করোনা ভাইরাস ব্যবহার করেছেন।

নোবেল বিজয়ী এ চিকিৎসক আরও জানান, উহানের ল্যাবে করোনা ভাইরাস তৈরি করা হয়েছে এবং একই সাথে তারা এইডস রোগের ভ্যাকসিন তৈরির কাজ করছিল। তবে ল্যাবটি মূলত করোনা ভাইরাস তৈরির জন্য প্রচলিত বলছে লুক মন্টাগনিয়ার।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন