ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে মাজরা পোকায় ধানের ফলন নিয়ে শঙ্কা

কক্সবাজারে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বাম্পার ফলন হয়েছে বিআর-২৮ জাতের ধানের। পাকা ধান কাটার মাত্র ১০ থেকে ১৫ দিন আগে ধানে উপদ্রব শুরু করেছে মাজরা পোকা। এতে কোটি টাকার ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

কক্সবাজার সদরের কৃষক আবু ছৈয়দ ও মুহিবুর রহমান জানান, কৃষি কর্মকর্তার পরামর্শে গত ডিসেম্বরে তারা জনপ্রতি তিন কানি জমির জন্য এক হাজার ১৪০ টাকা দিয়ে তিন বস্তা বিআর-২৮ ধানের বীজ কিনেছিলেন। পরবর্তী সময়ে বীজতলা তৈরি থেকে শুরু করে দীর্ঘ তিন মাস অর্ধ লক্ষাধিক টাকা ব্যয়ে অনেক যত্নে ধানের বাম্পার ফলন ফলান। কিন্ত গত ক’দিন ধরে মড়ক পড়ছে দেখে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন বলেন, আমার ইউনিয়নের ৫০ থেকে ৬০ একর জমিতে এই পোকার আক্রমন হয়েছে বলে জেনেছি। অন্যান্য এলাকাতেও এ পোকার আক্রমন হয়েছে বলে খবর এসেছে। একর প্রতি এক লাখ টাকা করে ক্ষতি হলে প্রায় কোটি টাকা লোকসানের শঙ্কা রয়েছে।

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম জানান, যারা নিয়মিত উপদেশ মেনে চলেন, তারা পোকার আক্রমণ থেকে ফলন রক্ষা করতে পারেন। যারা অবহেলা করেন তারা ক্ষতির মুখে পড়েন। পোকার আক্রমণের কথা জানতে পেরে সংশ্লিষ্টদের সেসব এলাকা পরিদর্শনে পাঠানো হয়েছে। ফলন ঠিক রাখতে কোন গ্রুপের কিটনাশক ছিটানো দরকার তা সংশ্লিষ্ট কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন